শিরোনাম

South east bank ad

নাটোরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: রবিউল ইসলাম, (নাটোর):

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নাটোরের নলডাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে ওপেন হাউজ ডে।

বুধবার (২৭ অক্টোবর) বিকালে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সার্কেল) মহসীন আলী।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সার্কেল) মহসীন আলী তার বক্তব্যে বলেন, "পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। মাদকের সঙ্গে কোনও আপষ নেই।"

মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। বাল্যবিয়ে ও জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। সবাই সচেতন হলেই দেশ থেকে মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে বন্ধ হয়ে যাবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: