মাদারীপুরে দেশীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আরাফাত হাসান, (মাদারীপুর) :
র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ এর নেতৃত্বে ২৬ অক্টোবর ২০২১ইং তারিখ ২৩.৫০ ঘটিকার সময় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন খালিয়া সাকিনস্থ খালিয়া ব্রীজ(ফায়ার সার্ভিস সংলগ্ন) গৌতমের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে আসামী রবিউল শেখ(২৮), পিতাঃ মৃত খোকন শেখ, মাতাঃ রেবায়া বেগম, সাং-ঘোষালকান্দি এ/পি সাং-খালিয়া, থানাঃ রাজৈর, জেলাঃ মাদারীপুর’কে দেশীয় মদসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীর নিকট হতে ০৫ লিটার দেশীয় মদ, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, ০২টি সীমাকর্ড উদ্ধার করা হয়।
আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার রাজৈর থানাসহ বিভিন্ন এলাকায় মদসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত মদ ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।