“করোনা কালীন শিল্প ও বাণিজ্য উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা’র ভূমিকা” শীর্ষক আলোচনা সভা
স্টাফ রির্পোটার :
বাংলাদেশ আওয়ামী লীগ এর শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি আয়োজিত “করোনা কালীন শিল্প ও বাণিজ্য উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা’র ভূমিকা” শীর্ষক আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডি-৮ সিসিআই’র সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয় এর মন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, বাণিজ্য মন্ত্রণালয় এর মাননীয় মন্ত্রী টিপু মুন্সী এমপি ও মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি । আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি মোঃ জসিম উদ্দিন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টা পরিষদ এর সদস্য এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ এর শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সচিব মোঃ সিদ্দিকুর রহমান।