শিরোনাম

South east bank ad

ইংল্যান্ডকে ১২৫ লক্ষ্য দিল বাংলাদেশ

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। বুধবার (২৭ অক্টোবর) আবুধাবিতে অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৬ রানেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। যেখান থেকে মুশফিক-মাহমুদউল্লাহর ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২৪ রানেই থেমে যায় টাইগারদের ইনিংস।

ইংলিশদের আঁটসাঁট বোলিংয়ের সামনে এদিন বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ দুই স্কোরার ছিলেন দুই ভায়রাই। এর মধ্যে ছোটজন মুশফিকের ব্যাট থেকে আসে ২৯ রান। আর অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ১৯ রান। তবে শেষ দিকে দুটি ছক্কা ও একটি চারের মার মেরে মাত্র ৯ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস খেলে দলের স্কোরকে ১২৪ রানে নিয়ে যান বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

ইংলিশদের পক্ষে এদিন শেষ দুই বলে নুরুল হাসান সোহান (১৬) ও মুস্তাফিজকে (০) আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জিইয়ে রাখলেন টিমাল মিলস। ২৭ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন এই পেসার। এছাড়া ক্রিস ওকস একটি উইকেট পেলেও দুই স্পিনার লিভিংস্টোন ও মঈন আলী নেন দুটি করে উইকেট। 

তবে এদিন উইকেটশূন্য থাকেন মাত্র ২ রানে ৪ উইকেট নেয়া আগের ম্যাচের সেরা খেলোয়াড় লেগ স্পিনার আদিল রশিদ।

তবে লো-স্কোরিং এই ম্যাচ থেকে অনুপ্রেরণা নিতেই পারে বাংলাদেশ। কেননা, এখনও পর্যন্ত আবুধাবির এই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়া চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভের একমাত্র ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ উইকেটের হলেও কষ্টের জয়ই পেয়েছে অস্ট্রেলিয়া।

গত ২৩ অক্টোবরের সেই ম্যাচে প্রথম ব্যাট করে ৯ উইকেটে ১১৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে জয়ের জন্য ১৯ দশমিক ৪ ওভার পর্যন্ত খেলতে হয়েছে অজিদের। বল হাতে ব্যাপক সুবিধা পেয়েছিল দুই দলের স্পিনাররাই। ঐতিহাসিকভাবেই এশিয়ার উইকেটে স্পিনে দুর্বলতা আছে ইংল্যান্ডের।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজকে ৫৫ রানের লজ্জায় ফেলে দিলেও সেই মামুলী লক্ষ্য পূরণ করতেই ঘাম ছুটে যায় ইংলিশদের। ৪টি উইকেট হারাতে হয় মরগ্যানদের। একজন অবশ্য রান আউট হয়েছে, তবে বাকিদের আউট করেছে ক্যারিবীয় বোলাররাই।’

এ থেকেই আজকের ম্যাচে অনুপ্রেরণাই পেতে পারে রিয়াদ বাহিনী। যদিও এবারের বিশ্বকাপে শিরোপা জয়ের অন্যতম দাবীদার মরগ্যান বাহিনী। তবে, আবু ধাবির পিচ স্পিনারদের অনুকূলে থাকার কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দেখায় অসাধারণ কিছু করে দেখাতেই পারে বাংলাদেশ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: