শিরোনাম

South east bank ad

এসএসসি ও সমমানের পরীক্ষা ১৪ নভেম্বর শুরু

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

স্টাফ রির্পোটার

এসএসসি ও সমমানের পরীক্ষা ১৪ নভেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফেব্রুয়ারিতে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতে বার বার পিছিয়ে যাচ্ছিল এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ।

অবশেষে বুধবার এক অনুষ্ঠানে পরীক্ষার নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী।

বললেন, ১৪ নভেম্বর থেকে অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবেন দেশের ২২ লাখ ২৭ হাজার শিক্ষার্থী। এ বছর গত বছরের চাইতে ১ লাখের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। এবারে বেড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও।

দেশের বাইরে মোট ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে হবে। শিক্ষার্থীরা কোন ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেনা পরীক্ষার হলে। 

পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।  এ বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহবান জানান তিনি। 

পরীক্ষার কারণে ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত  সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। আর পরীক্ষা শেষের ৩০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী। 

এবারে প্রশ্নফাঁস হওয়ার কোনও সম্ভাবনা আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এবার কেউ প্রশ্নফাঁসের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: