‘এসো মুক্তিযোদ্ধের গল্প শুনি’ প্রোগ্রামের আয়োজন
শামীম আলম, (জামালপুর) :
মালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন আয়োজনে "এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি" প্রোগ্রামের আয়োজন করা হয়।
২৬ই অক্টোবর মঙ্গলবার এসো মুক্তিযোদ্ধার গল্প শুনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দিন, বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোঃ বশীর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ হামিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোঃ ইয়াকুব, ধানুয়াকামালপুর কো অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার প্রমূখ।
এসময় বীর মুক্তিযোদ্ধা উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের সময়কার লোমহর্ষক বিভিন্ন ঘটনার বর্ণনা দেন ও তাদের বাস্তব অভিজ্ঞতার আলোকে বিভিন্ন ঘটনা সকলের সামনে উপস্থাপন করেন। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে ও তাদের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে আজকের এই আয়োজন করা হয়।