দেওয়ানগঞ্জে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ, থানায় মামলা
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী (১৭) ধর্ষনের শিকার হয়েছে। ধর্ষণের অভিযোগে পৌরশহরের বানিয়ানিরচর পশ্চিমপাড়া গ্রামের আমিনুল ইসলাম বাছেদের ছেলে লম্পট সম্রাট (৪২) কে আটক করে মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠিয়েছেন পুলিশ।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে পৌরশহরের বানিয়ানিরচর ধর্ষনকারী সম্রাট এর নিজ বাড়িতে।
মামলা সূত্রে জানা গেছে, জরুরী কাজের কথা বলে ওই শিক্ষার্থীকে তাহার পশ্চিম দুয়ারী বসত ঘরে ডেকে নিয়ে জোর পূবক ধর্ষণ করে। স্কুল শিক্ষার্থীর ডাক চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থল থেকে শিক্ষার্থীকে উদ্ধার করে এবং মোঃ সম্রাট (৪২) কে আটক করে পুলিশে সোপদ্য করে। এ ঘটনায় শিক্ষার্থীর পিতা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনর্চাজ মুহাম্মদ মহব্বত কবীর সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েকে ডাক্তারী পরিক্ষার জন্য জামালপুর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে পলাতক আসামী ফয়সালকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।