শিরোনাম

South east bank ad

মাধবপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত

 প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জানান রনি, (মাধবপুর) :

হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম।

তিনি বলেন, আজ ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতে দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক মারা যায়। নিহত একজন হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আউয়াল মিয়া। অন্যজনের নাম রফিকুল ইসলাম বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। নিহত একজনের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মূলত কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: