শিরোনাম

South east bank ad

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে জনসচেতনতামূলক বিট পুলিশিং কার্যক্রম

 প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

গতকাল সেোমবার (২৫অক্টোবর) চট্টগ্রাম জেলা রেলওয়ের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর নির্দেশনায় ও চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে সীতাকুন্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ীর আয়োজনে বড়তাকিয়া রেলওয়ে এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে এবং রেললাইনে দূর্ঘটনা রোধে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্হিত ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল হক জুনু, বর্তমান অত্র ইউনিয়নের সরকার চেয়ারম্যান পদ প্রার্থী ও মীরসরাই থানা ছাত্রলীগের আহবায়ক মাসুদ করিম, ইউপি সদস্য, স্কুল শিক্ষক, মসজিদের ইমাম সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই/নিঃ তোফাজ্জল হোসেন, চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই/আবুল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় অভিভাবকরা যেন তাদের সন্তানদের পাথর নিক্ষেপের কুফল সম্পর্কে বর্ণনা করেন, তার জন্য বলা হয়েছে। সম্মানিত স্কুলের শিক্ষকগন যাতে পাঠদানের সময় ছাত্রছাত্রীদের পাথর নিক্ষেপের কুফল সম্পর্কে বর্ণনা করেন, তার জন্য অনুরোধ করা হয়েছে।

সম্মানিত মসজিদের ইমানগন জুমার নামাজের খুতবার আগে সম্মানিত মুসল্লিদের পাথর নিক্ষেপের কুফল সম্পর্কে অবহিত করেন, তার জন্য অনুরোধ করা হয়েছে। সর্বোপরি রেললাইনের বরাবর বসবাসকারী জনসাধারণগন যাতে নিজেরা সচেতন হন এবং তাদের সন্তানদের সচেতন করেন তার জন্য অনুরোধ করা হয়েছে।

পাথর নিক্ষেপ প্রতিরোধে রেলওয়ে পুলিশের পক্ষ হতে লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়াও পাথর নিক্ষেপের শাস্তি সম্পর্কে সবাইকে অবহিত করা হয়। সভায় ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে সকলের সহযোগিতা চাওয়া হলে সকলেই রেলওয়ে পুলিশকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন মর্মে জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: