আটোয়ারীতে একাডেমিক ভবনের উদ্বোধন
মোঃ মাসুদ রানা, (আটোয়ারী) :
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের তিনতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বামনকুমার রাখালদেবী হাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এক কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আধুনিক মানের একাডেমিক ভবনটি রবিবার (২৪ অক্টোবর) সন্ধায় ফলক উম্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন পঞ্চগড় -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান।
বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মোঃ তাজুল ইসলামের সভপতিত্বে বিদ্যালয প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রধান অতিথি এমপি মজাহারুল হক প্রধান বক্তব্য রাখেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়ের পৌর মেয়র ও পঞ্চগড় জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, ওসি ইজার উদ্দিন, সহকারী প্রকৌশলী (শিক্ষা) আকতারুজ্জামান, আলোয়াখোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোহিদুল ইসলাম, অত্র বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুল আলম চৌধুরী, আলোয়াখোয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোজাক্কারুল আলম কচি, যুগ্ম সাধারণ সম্পাদক জামিলুর রেজা মানিক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) শাহা আলম। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিভিন্ন অবদান এবং দেশ ও দেশের মানুষের উন্নয়নে শেখ হাসিনা সরকারের অপরিহার্যতা তুলে ধরেন। তিনি বলেন, আধুনিক এই একাডেমিক ভবন নির্মানের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোরম শিক্ষা পরিবেশ ও বিদ্যালয়ে শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে।