নিষেধাজ্ঞার শেষ দিনে ৫ জেলেকে জরিমানা
এম.এস রিয়াদ, (বরগুনা) :
দীর্ঘ দিনের অবরোধ আজ রাত ১২ টায় শেষ হচ্ছে। কিন্তু অবরোধ না মেনে শেষ দিনেও ধরা হয়েছে মা ইলিশ। এরই পরিপ্রেক্ষিতে বরগুনায় "মা ইলিশ রক্ষা অভিযানে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
সোমবার বিকেলে বরগুনা সদর উপজেলার ১ নং বদরখালী ইউনিয়ন ফুলঝুরি বাজার সংলগ্ন বিষখালি নদীতে মা ইলিশ রক্ষায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।
নিষেধাজ্ঞা উপেক্ষা করায় অভিযুক্ত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মা ইলিশ আহরণের দায়ে ৫ জেলেকে ১৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা সহ উদ্ধারকৃত ৩০ হাজার মিটার জাল (যার আর্থিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা) আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। উদ্ধারকৃত স্বল্পসংখ্যক মা ইলিশ স্থানীয় গরীবদের মাঝে বিলিয়ে দেয়া হয়েছে।
এ আদেশ প্রদান করেন- জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম মোঃ আবু বক্কর সিদ্দিকী।
এসময় সাথে ছিলেন- সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম ও ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মোঃ মনোয়ার হোসেন।