শিরোনাম

South east bank ad

প্রার্থীতা ফিরে পেলেন ৩ প্রার্থী

 প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপিল নিস্পত্তিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ক্ষমতাসীন দলের দুইজন ও এক স্বতন্ত্র প্রার্থী। তারা হলেন ১নং নাওগাঁও ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী মো. আব্দুর রাজ্জাক ও ৬নং ফুলবাড়িয়া ইউনিয়নের আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী মো. রুহুল আমিন ও কালাদহ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আবু তাহের। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মোস্তফা কামাল।

সোনালী ব্যাংক কেশরগঞ্জ বাজার শাখায় মো. আব্দুর রাজ্জাক এর নামে কৃষি ঋণ, মো. রুহুল আমিন’র নামে ব্র্যাক ব্যাংক ও আবু তাহের’র নামে কৃষি ব্যাংক শুশুতি বাজার শাখায় ঋণ ছিল। তারা ঋণ পরিশোধ করায় ব্যাংক প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচন অফিসে হস্তান্তর করে বলে নিশ্চিত করেছেন সোনালী ব্যাংক কেশরগঞ্জ বাজার শাখার ম্যানেজার উজ্জল চন্দ্র দে।

ঋণ খেলাপির কারণে গত ২১ অক্টোবর চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দলের দুই নেতার প্রার্থীতা বাতিল করে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারবৃন্দ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: