শ্রীবরদীতে আইন শৃঙ্খলা কমিটির সভা
শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
শ্রীবরদীতে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর সোমবার সকালে উপজেলা পরিষদ হল রুম সোমেশ্বরীতে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউএনও নিলুফা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা ফাতেমাতুজ্জহুরা, শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কমকর্তা ডাঃ আনোয়ার হোসেন, ওসি তদন্ত মোহাম্মদ আবুল হাসিম, যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ হেল আলআমিন, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ।
এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।