শ্রীবরদীতে মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ কাজের উদ্বোধন
শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
শ্রীবরদীতে দুঃস্থ মুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
২৫ অক্টোবর সোমবার সকালে গোশাইপুর ইউনিয়নের শংকরঘোষ গ্রামে বীরমুক্তিযোদ্ধা মোঃ তোতা মিয়ার আবাসন নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম ও ইউএনও নিলুফা আক্তার। এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ জিয়াউর হক, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর হোসাইন, ঠিকাদার মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, এ উপজেলায় মুক্তিযোদ্ধা মন্ত্রালয়ের সহযোগিতায় ১১ জন অসহায় দুস্থ মুক্তিযোদ্ধাদের প্রতিটি ঘর ১৩ লক্ষ ৪৩ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করে দেওয়া হবে।