নন্দীগ্রামে করলা গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় রাতের আঁধারে মুলকুড়ি গ্রামে এক বিঘা জমিতে রোপণ করা করলা ও বেগুন গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। করলা চাষির অভিযোগ, পূর্ব শত্রুতার জেরেই গাছগুলো উপড়ে ফেলা হয়েছে।
জানা যায়, উপজেলার মুলকুড়ি গ্রামের চাষি কাজল কুমার। তিনি গ্রামের মাঠে অন্যের এক বিঘা জমি বর্গা নেন। সেই জমিতে করলা ও বেগুন গাছরোপণ করেন। অধিকাংশ গাছে ফল এসেছে। প্রতিদিনের মতো রবিবার সন্ধ্যা পর্যন্ত ক্ষেতেই ছিলেন তিনি। কিন্তু রাতের বেলায় কে বা কারা এক বিঘা জমির সব গাছ উপড়ে ফেলে দেয়। সকালে চাষি কাজল জানতে পারেন, তার ক্ষেতের সব করলার গাছ নষ্ট করে ফেলা হয়েছে।
চাষী কাজল কুমার বলেন, আমি গরিব কৃষক। অনেক ধারদেনা করে অন্যের এক বিঘা জমি বর্গা নিয়ে করলা বেগুন চাষ করেছি। আমার যা পুজিঁ ছিল ওই ক্ষেতেই লাগিয়েছি। আমার করলা ক্ষেতে পূর্ব শত্রুতার জেরেই রোপণকৃত গাছগুলো উপরে ফেলেছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। করলা বিক্রি করে দেনার টাকা পরিশোধ করার কথা ছিলো। এখন দেখছি সবই গুড়েবালি।
নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন, কে বা কারা কৃষক কাজলের করলা ও বেগুন গাছ উপরে ফেলেছে। ক্ষতিগ্রস্থ কৃষককে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগ থেকে ওই কৃষককে কৃষি প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হবে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।