“বিদেশগামী যাত্রীর হারানো পাসপোর্ট এবং বিমানের টিকেট উদ্ধার”
অদ্য ২৪/১০/২০২১খ্রিঃ তারিখ সময় ৭ ঘটিকার সময় ঢাকাগামী বিদেশযাত্রী সুমন শীল (৩৫) পিতাঃ সেপান শীল, মাতাঃ সচি শীল সাং- চর লক্ষা, থানাঃ কর্নফুলী, সিএমপি, চট্টগ্রাম অদ্যই রাতে ওমান যাওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম রেল স্টেশনে আসিয়া সূবর্ণ ট্রেনে উঠেন। ট্রেনে উঠে টের পান তার সাথে থাকা কালো রঙের ছোট ব্যাগটি প্লাট ফর্মের কোথায়ও হারিয়ে ফেলেন। যাহার ভিতর একটি পাসপোর্ট, বিমানের টিকেট, কোভিড-১৯ পরীক্ষার সনদ সহ বিদেশ গমনের যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্র ছিল। তিনি তৎক্ষনাত ট্রেনে থেকে নামিয়া অনেক খোঁজাখুঁজি করিয়াও হারানো ব্যাগ না পাইয়া চট্টগ্রাম রেলওয়ে থানায় বিষয়টি জানালে পুলিশ সুপার, জনাব মোহাম্মদ হাছান চৌধুরী, চট্টগ্রাম রেলওয়ে জেলার সার্বিক দিক নির্দেশনায় ও অফিসার ইনচার্জ, মোঃ নাজিম উদ্দিন, চট্টগ্রাম রেলওয়ে থানা, রেলওয়ে জেলা চট্টগ্রাম তত্ত্ববধানে প্লাটফর্ম অফিসার এসআই/নিঃ মোঃ আবুল হোসাইন সঙ্গীয় ফোর্স সহ চট্টগ্রাম রেল স্টেশনের সকল সিসি টিভি ক্যামেরা পর্যবেক্ষণ ও হারানো ব্যাগের খোঁজ করতে থাকেন। সুমন শীল এর ব্যগে থাকা কোভিড-১৯ এর টিকা কার্ডের মোবাইল নাম্বারে আগ্রাবাদ, চৌমুহনী মোড় থেকে জনৈক ভিক্ষুক আবদুর রহিম ফোন দিয়ে সে হারানো ব্যাগটি নালার পাশে পাইয়াছে বললে তৎক্ষনাত এসআই আবুল হোসাইন সঙ্গীয় ফোর্সসহ তথায় পৌঁছাইয়া বিদেশযাত্রী সুমন শীল এর সকল প্রয়োজনীয় কাগজপত্রসহ ফেরত পান। জানা যায় যে, একজন ভিক্ষুক চৌমুহনি ড্রেনে প্রসাব করাকালীন একটি ছোট কালো ব্যাগ দেখিতে পায়, পরক্ষণে তিনি ভেজা ব্যাগটি ড্রেন থেকে তুলে ভিকটিমের মোবাইল নাম্বারে কল দিয়ে বিষয়টি জানান। ভিকটিম তাহার হারিয়ে যাওয়া ব্যাগটি খুঁজে পেতে সহযোগীতার জন্য চট্টগ্রাম রেলওয়ে থানার পুলিশ এবং ভিক্ষুককে ধন্যবাদ প্রদান করেন।