মসজিদের ভিতর বলাৎকারের চেষ্টায় ইমাম গ্রেপ্তার
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার শাজাহানপুরে মসজিদে আরবী শিখতে গিয়ে এক শিশুকে (৭) বলাৎকার চেষ্টার ঘটনায় আবু বক্কর সিদ্দিক (৪০) নামে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইমাম আবু বক্কর সিদ্দিক বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নন্দনবাড়ি গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শাজাহানপুর উপজেলার শাকপালা গোহালগাড়ি এলাকায় জনৈক মনিরের বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং উপজেলার গন্ডগ্রাম আলহেরা জামে মসজিদে ইমামতি করেন। এ ঘটনায় শিশুটির বাবা মঙ্গলবার রাত ১০টার দিকে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গন্ডগ্রাম আলহেরা জামে মসজিদে প্রতিদিন মাগরিবের নামাযের পর ইমাম আবু বক্কর সিদ্দিকের কাছে আরবি পড়তে যেত শিশুটি। প্রতিদিনের মত গত সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মসজিদে আরবি শিখতে গেলে শিক্ষক ইমাম আবু বক্কর সিদ্দিক শিশুটিকে বলাৎকারের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে আবু বক্কর সিদ্দিক তাকে ছেড়ে দেয়। শিশুটি দৌঁড়ে বাড়ি গিয়ে অভিভাবকদেরকে বিষয়টি জানায়। এঘটনায় শিশুটির বাবা মঙ্গলবার রাতে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। এর আগেও এরকম একটি ঘটনায় তার নামে থানায় মামলা রয়েছে।
শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) নান্নু খান বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আবু বক্কর সিদ্দিককে গন্ডগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।