ধুনটে স্কুলছাত্রীকে ধর্ষণের সময় ভিডিও ধারণ মামলার চার্জশিট
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার ধুনট উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ধর্ষণের সময় ভিডিও ধারণ মামলায় আকাশ খান ফারুক (২৫) নামে এক প্রেমিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।
মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করেন। আকাশ খান উপজেলার মোহনপুর দক্ষিণ পাড়ার আমির হোসেনের ছেলে। সে বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ব বিদ্যালয় কলেজের স্নাতক বিজ্ঞান শাখার শিক্ষার্থী।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কান্তনগর চরপাড়া গ্রামের এক কৃষকের মেয়ে স্থানীয় কান্তনগর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেস বুক) আকাশ খান মেয়েটির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ২৭ ফেব্রুয়ারি রাতে মেয়েটির মা-বাবাসহ পরিবারের লোকজন বাড়ির অদূরে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে যান। এ সময় মেয়েটি বাড়িতে একা ছিল।
এ সুযোগে আকাশ খান মেয়েটিকে বিয়ের কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। এরপর আকাশ খান বাড়িতে নিয়ে গিয়ে শয়ন কক্ষের ভেতর মেয়েটিকে একাধিক বার ধর্ষণের সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এসময় আকাশ খানকে বিয়ের চাপ দেয় মেয়েটি। তখন ভয়ভীতি দেখিয়ে মধ্যরাতে আকাশ খান বাড়ি থেকে মেয়েটিকে বের করে দেয়।
এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে ২৮ ফেব্রুয়ারি আকাশ খানের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করে। মামলার ১০ ঘন্টা পর বগুড়া সরকারি আজিজুল হক বিশ্ব বিদ্যালয় কলেজ এলাকায় বন্ধন ছাত্রাবাস থেকে আকাশকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, প্রাথমিক তদন্তে দোষী সাব্যস্ত হওয়ায় মামলার একমাত্র আসামী আকাশ খানের বিরুদ্ধে গতকাল বগুড়া আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বর্তমানে আসামী আকাশ খান জামিনে মুক্ত রয়েছে।