মাদারীপুরে আ’লীগের সম্প্রীতি রক্ষার দাবিতে শান্তি র্যালি
আরাফাত হাসান, (মাদারীপুর) :
সারাদেশে সাম্প্রদায়িক হামলা ও সন্ত্রাসের বিরুদ্ধে মাদারীপুরে আওয়ামী লীগের সম্প্রীতি রক্ষার দাবিতে ‘শান্তি র্যালি-সমাবেশ’ করেছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি থেকে শান্তি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। র্যালিতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
এসময়ে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সহসভাপতি আজাদ মুন্সি, সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ, জেলা যুবলীগ সভাপতি মোঃ আতাহার সরদার, সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জাকির হাওলাদার, ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদারসহ মাদারীপুর জেলা, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন ।
মাদারীপুর জেলা আওয়ামীলীগ শান্তি র্যালিতে জেলা যুবলীগ সভাপতি মোঃ আতাহার সরদারের নেতৃত্বে যুবলীগের ব্যানারে শান্তি র্যালি করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ মাদারীপুর শাখা ও ভাতৃপ্রতীম অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই র্যালিতে অংশগ্রহণ করেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া একই দাবিতে রাজৈর, শিবচর, কালকিনি ও ডাসার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা করা হয়।