শিরোনাম

South east bank ad

ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে নেত্রকোনায় আ’লীগের বিক্ষোভ মিছিল

 প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমান, (নেত্রকোনা) :

দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা,হত্যা,মন্দির ও বাড়িঘরে অগ্নিসংযোগ-ভাংচুর লুটপাট স্বাধীনতা বিরোধী ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামীলীগ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে সোমবার দুপুরে ছোটবাজারস্থ জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়।

জেলা আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহনে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কাযার্লয়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়ে এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান,সংরক্ষিত মহিলা সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী,জেলা আওয়ামীরীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়,যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার,সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইফতেখার উদ্দিন খান মাসুদ,দপ্তর সম্পাদক মাজারুল ইসলাম,কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট দীপক ধর গুপ্ত,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সমীরন সরকার.যুবলীগ নেতা আজারুল ইসলাম অরুন,জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন,সম্পাদক সোবায়েল আহম্মদ খানসহ জেলা নেতৃবৃন্দ ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: