ফুলবাড়িয়ায় শেখ রাসেল দিবস পালিত
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
আঠারো অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস’। এ উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় উপজেলা প্রশাসন, পৌরসভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে।
অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও আশরাফুল ছিদ্দিক এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ সহ বিভিন্ন অফিস প্রধান, আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
পৌর সভায় মেয়র গোলাম কিবরিয়ার সভাপতিত্বে পৌর সচিব হারুনুর রশিদ, কাউন্সিলরবৃন্দ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বক্তব্য রাখেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়ে ‘শেখ রাসেল দিবস’ এ বক্তব্য রাখেন অধ্যক্ষ সাইদুল হক। এতে কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ অংশ নেন।