মাধবপুরে জাতীয় শেখ রাসেল দিবস পালিত
শেখ জাহান রনি, (মাধবপুর) :
প্রথমবারের মতো এ বছর থেকে শেখ রাসেলের জন্মদিন জাতীয়ভাবে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, সারা দেশেরন্যায় হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালন করা হয়।
সোমবার (১৮ অক্টোবর) সকাল ৭টায় উপজেলা চত্বরে প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনে নেতৃত্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন, সমাজসেবা কর্মকর্তা মোঃ আশরাফ আলী, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা যুবলীগ সম্পাদক ফারুক পাঠান, সমবায় কর্মকর্তা সহ সকল কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।