বকশীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরের বকশীগঞ্জে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর (সোমবার) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজার সভাপতিত্বে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
সে সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন,মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন,ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিন হক, কামালপুর বিজিবি কমান্ডার নায়েব সুবেদার জমশেদ আলীসহ আরোও অনেকেই। আইন-শৃঙ্খলা কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।