শিরোনাম

South east bank ad

কেরালায় ভূমিধসে ২৫ জনের মৃত্যু

 প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শুক্রবার গভীর রাত থেকে বৃষ্টি বাড়তে শুরু করে। এতে উপকূলীয় রাজ্য কেরালার কিছু অংশে বাসিন্দারা বিচ্ছিন্ন হয়ে পড়েন। নদী পানি বৃদ্ধি পেয়ে রাস্তা প্লাবিত হয়ে যায়।

ইডুক্কি জেলায় এখন পর্যন্ত ১১ জন এবং কোটায়াম জেলায় আরও ১ জনের মৃতদেহ পাওয়া গেছে।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, “হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং কমপক্ষে ১০০টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে।”

সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী বন্যা ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা করছে। কতজন নিখোঁজ তা নিশ্চিতভাবে কর্মকর্তারা বলতে পারেননি।

“(ভূমি) আমার জীবিকা ছিল। সবকিছু শেষ হয়ে গেছে”- একজন সব হারানো ব্যক্তি কট্টরাম কুট্টিকাল শহরে কেরালা নিউজ চ্যানেল মনোরমা টিভিকে এমন কষ্টদায়ক উক্তিটি করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা গেছে বাস ও গাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে তাঁর সমবেদনা জানিয়েছেন এবং বলেছেন, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাহায্য করার জন্য কর্তৃপক্ষ কাজ করছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: