কোরআন অবমাননার অভিযোগে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ
মেহের মামুন, (গোপালগঞ্জ):
কুমিল্লার পূজামন্ডপে কোরআন অবমাননার অভিযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ও স্মারকলীপি পেশ করা হয়েছে। ওলামা-মাশায়েখ ও তৌহিদি জনতার ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়।
রবিবার (১৭ অক্টোবর) সকালে টুঙ্গিপাড়ার গহরডাঙ্গা মাদ্রাসায় মুফতি উসামা আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড গহরডাঙ্গা মহাসচিব মাওলানা শামসুল হক, সহ-সভাপতি মাওলানা কবিরুল ইসলাম, ফরায়েজী আন্দোলন বাংলাদেশের আমীর মাওলানা আবদুল্লাহ মোহাম্মাদ হাসান, নগরকান্দা সাকপাল মাদ্রাসার মুহতামিম মাওলানা লিয়াকত আলী, খাদেমুল ইসলাম বাংলাদেশ গহরডাঙ্গা শাখার বিভাগীয় জিম্মাদার মাওলানা ফরিদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কাসেমী বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে দীর্ঘকাল ধরে সব ধর্মের মানুষ শান্তিতে সহ অবস্থান করে আসছে। কিন্তু, সম্প্রতি কিছু উগ্রপন্থী পবিত্র কোরআন, মহানবী (স:) এবং মুসলমানদের নিয়ে কটুক্তি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত চালাচ্ছে। কুমিল্লায় কোরআন অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করে কয়েকজন দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারা এ সময় কোরআনের অবমাননাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
এছাড়া তথ্য প্রতিমন্ত্রী মুরাদুল হাসানের বক্তব্যের সমালোচনা করে তার পদত্যাগ দাবি করেন। পরে মুফতি উসামা আমিনের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর দাবী সম্বলিত স্মারকলিপি পেশ করেন।