তৃণমুল নেতা হীরার জানাজায় হাজারও মানুষের ঢল
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের তৃণমুল নেতা, স্বচ্ছ রাজনীতির প্রতিক, পৌরসভার ২ নং ওয়ার্ডের মরহুম খোরশেদ আলী মেম্বারের ছোট ছেলে, পৌর সভার প্রথম মেয়র মরহুম মুজিবুর রহমানের ছোট ভাই, বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়িয়া পৌর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান হীরা এর নামাজে জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে।
শনিবার সকাল ১১টায় নামাজে জানাজার সময় নির্ধারিত থাকলেও সকাল ১০টা হতে উপজেলার বিভিন্ন প্রান্ত হতে মুসল্লীরা আসতে শুরু করে ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজ মাঠে। উপজেলা প্রশাসনের প্রধান কর্তা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক, ক্ষমতাসীন দল আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টী সহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ জানাজায় অংশ নেন। নামাজে জানাজার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক এম. এ কদ্দুস, জেলা আওয়ামীলীগের সদস্য এড. ইমদাদুল হক সেলিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আব্দুর রাজ্জাক, ফুলবাড়িয়া পৌর মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. কবির হোসেন প্রমুখ।
জানাজা নামাজে ইমামতি করেন বাইতুল হাবিব মাদ্রাসার মোহতামিম ও উপজেলা পরিষদের সাবেক ইমাম ও খতিব মাও. মো. আব্দুল কাদির। নামাজে জানাজা শেষে মরহুম কে কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।