শিরোনাম

South east bank ad

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-৪

 প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

স্টাফ রির্পোটার

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নে জগদল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জগদল গ্রামের আপন দুই ভাই সবুর মোল্লা (৫১), রহমান মোল্লা (৫৫) ও তাদের চাচাতো ভাই কবির মোল্লা (৫১)। নিহত আরেকজন হলেন, ইমরান হোসেন (২৪)। তিনি একই এলাকার বাসিন্দা। এ ছাড়া হামলায় ১০-১৫ জন আহত হয়েছেন।

স্থানীয়রা জানায়, আগামী ১১ নভেম্বর জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ সমর্থক সবুর মোল্লা ও নজরুল ইসলাম। নির্বাচনকে ঘিরে এলাকায় আধিপত্য নিয়ে তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

শুক্রবার দুপুরে তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই ইউপি সদস্য প্রার্থী ও তাদের সমর্থকরা গুরুতর আহত হন। পরে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক সদস্য প্রার্থী সবুর মোল্লা ও তার দুইভাইকে মৃত ঘোষণা করেন। ‍এ ছাড়া নজরুল ইসলামের সমর্থক ইমরান হোসেনকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছ। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: