বগুড়ায় গাঁজাসহ গ্রেফতার- ২
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ায় পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার ঢাকা-নওগাঁ মহাসড়কের পশ্চিম বাজার এলাকায় বিশেষ চেকপোস্ট বসায় র্যাব। সেখানে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ সুমন রজক নামে এক যুবককে গ্রেফতার করা হয়। সুমন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম নিতাই রজক।
রাত ৮টার দিকে আদমদীঘিতে আরেকটি অভিযানে আরো ৫ কেজি গাঁজাসহ সোহেল রানা নামে এক যুবককে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলা পরিষদের সামনে বিশেষ চেকপোস্ট বসায় র্যাব। ওই সময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে গাঁজাসহ সোহেলকে গ্রেফতার করা হয়। সোহেল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম বদিউজ্জামান। গ্রেফতার দুজনের কাছে থাকা মুঠোফোন ও কিছু নগদ টাকা জব্দ করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন।
র্যাব কর্মকর্তা সোহরাব বলেন, গ্রেফতার দুজনই মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদমদীঘি থানায় হস্তান্তর করা হয়েছে। এ দুজনকেই হানিফ পরিবহন বাস থেকে গাঁজাসহ আটক করা হয়।