প্রতিমা বিসর্জন উপলক্ষে নাটোরে বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার
মো: রবিউল ইসলাম, (নাটোর):
সনাতন ধর্মাবলম্বিদের প্রতিমা বিসর্জন উপলক্ষে নাটোরে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও তৎপরতা জোরদার করা হয়েছে।
সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ন এলাকা ও অলিগলিতে টহল দেয় আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় সব গুলো ইউনিট। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশে দায়িত্ব পালন করে বিজিবি সদস্যরা।
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানিয়েছেন, সন্ধ্যার আগেই সব গুলো মন্ডপের নেতৃবৃন্দকে তাদের প্রতিমা বিসর্জন দিতে বলা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান এসপি।