শিরোনাম

South east bank ad

জেলা প্রশাসনের হস্তক্ষেপে সুগম হল বরগুনা লাকুরতলা ব্রীজ

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

দীর্ঘদিন ধরে বরগুনা লাকুরতলা ব্রীজটি ছিল একটি ছোট্ট কাঁচাবাজারের টার্মিনাল। এতে মানুষের চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। হিমশিম খেতে হয়েছে রিক্সা, মোটরসাইকেল সহ বিভিন্ন গাড়ি চলাচলে।

এছাড়াও ব্রীজটির দুই প্রান্তে অ্যাপ্রোচের কাজ শুরুর কথা থাকলেও তা ইট ও বালু দিয়ে চালিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এখনো গাড়ি উঠতে গিয়ে উলটে হতাহতের ঘটনা ঘটছে।

বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় একাধিকবার নিউজ এর পরে ব্রিজে ভাসমান বাজার অপসারণ করতে সক্ষম হয়েছে বরগুনা জেলা প্রশাসন। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ব্রিজের ভাসমান বাজার উচ্ছেদ করেছেন।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন- বিষয়টি আমাদের নজরে আসলে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লাকুরতলা ব্রীজের উপরে ভাসমান বাজার অপসারণ করতে সক্ষম হয়েছি। তবে এ ব্যাপারে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি রাখতে হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: