শিরোনাম

South east bank ad

মাদ্রাসা ছাত্র আরিফ দুই মাস ধরে নিখোঁজ

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :

ময়মনসিংহের গৌরীপুরে আরিফ মিয়া (১৪) নামে স্থানীয় এক মাদ্রাসা ছাত্র দুই মাস ধরে বাড়ি থেকে নিখোঁজ রয়েছে। আরিফ গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের কাউলাটিয়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সে কাউলাটিয়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

নিখোঁজ মাদ্রাসা ছাত্রের বাবা বিল্লাল হোসেন (৪৪) জানান, আরিফ নিখোঁজের আগে মাদ্রাসায় লেখাপড়া করতে অনিহা প্রকাশ করে আসছিল। কিন্তু তাকে মাদ্রাসায় পড়ার জন্য চাপ প্রয়োগ করা হলে গত ১৪/০৮/২১ ইং তারিখ রাগ করিয়া বাড়ি থেকে চলিয়া যায়। এরপর আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করিয়া নিখোঁজ আরিফের কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তিনি গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।

আরিফের গায়ের রঙ শ্যামলা, উচ্চতা আনুমানিক ৫ ফুট, মুখমন্ডল গোলাকার, স্বাস্থ্য স্বাভাবিক, মাথার চুল কালো ও ছোট। নিখোঁজের সময় তার পড়নে ছিল কালো রঙের হাফ হাতা গেঞ্জি ও কালো রঙের লুঙ্গি। আরিফের সন্ধান পেয়ে থাকলে ০১৯২৬-৫৩২৫৮২ এ মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন বিল্লাল হোসেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: