মামলার ১৬ বছর পর ধর্ষকের যাবজ্জীবন
আমিনুল ইসলাম জুয়েল, (রংপুর) :
রংপুরের পীরগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের মামলায় ১৬ বছর পর মোস্তাফিজার রহমান রতন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) বিকালে এ আদেশ দেন রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এম আলী আহমেদ। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩-এর পিপি তাজেবুর রহমান লাইজু বিষয়টি নিশ্চিত করেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৩ জুন রংপুরের পীরগঞ্জ উপজেলার ঠাকুরদাস লক্ষ্মীপুর গ্রামের ওই কিশোরীকে(১৪) একই গ্রামের মমদেল হোসেনের ছেলে মোস্তাফিজার রহমান রতন ধর্ষণ করেন। এ ঘটনায় ১৬ জুন পীরগঞ্জ থানায় মামলা করা হয়। দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। সাক্ষ্য-প্রমাণ শেষে বুধবার বিকেলে আদালতের বিচারক আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল হক প্রামানিক ।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩-এর পিপি তাজেবুর রহমান লাইজু বলেন, যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন বিচারক।