শিরোনাম

South east bank ad

ত্রিশালে দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালী ও আলোচনা

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :

ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী ৫০ বছর পূর্তি দিবস পালিত হয়েছে।

১৩ অক্টোবর বুধবার সকালে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী ৫০ বছর পূর্তি উপলক্ষে র‌্যাালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ চত্বর থেকে বনাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে ত্রিশাল ফায়ার সার্ভিসের আয়োজনে জনসাধারনকে সচেতন করার জন্য বিভিন্ন মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আখতারুজ্জামান গ্যাসের আগুন নিভিয়ে নিয়ন্ত্রণে আনেন এবং সকলকে অবহিত করেন।

মহড়া শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, উপজেলা আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফায়েল আহম্মেদ, ত্রিশাল ফায়ার স্টেশনের অফিসার রিয়াজ উদ্দিন, ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, ফায়ার সার্ভিসের টিম ম্যানেজার একাব্বর আলী প্রমূখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: