শিরোনাম

South east bank ad

শরীয়তপুরে স্ত্রী হত্যার দ্বায়ে স্বামীর মৃত্যুদন্ড

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রোমন আহম্মেদ, (শরীয়তপুর) :

শরীয়তপুরে স্ত্রীকে হত্যার দ্বায়ে নুরুল আমীন শেখকে (৩০) নামে এক স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৩ অক্টোবর) বিকালে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান এ রায় দেন।

শরীয়তপুর জজ কোটের পিপি অ্যাডভোকেট মির্জা হযরত আলী এ তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করে তা বাদীর পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

জানা গেছে, ২০১৭ সালের ২ জুলাই শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের হারুন টুনিকান্দি গ্রামের গৃহবধূ রেশমা আক্তারকে হত্যা করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামি নুরুল আমীন তখন থেকে পলাতক আছেন। আদালত নুরুল আমিনকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। আসামি আত্মসমর্পণ করে উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন।

এ ব্যাপারে মৃত রেশমা আক্তারের ভাই ইয়ার হোসেন বলেন, এ রায়ে আমরা খুশি। আদালতের কাছে একটাই দাবি, নুরুল আমিনকে দ্রুত গ্রেপ্তার করে যেনো তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: