জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগম প্রমুখ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী উপজেলা পর্যায়ে ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এ নিশাত শামস তিশা প্রথম, সায়মা সুলতানা শান্তা ৪র্থ স্থান অর্জন করে এবং কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে নিশাত শামস তিশা, সায়মা সুলতানা শান্তা ও সাবরিনা তাসনীম ঐশী তৃতীয় স্থান অর্জন করে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধ্যক্ষ এ.কে.এম শামছুল হক বিজয়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য ২৮/০৯/২১ ইং উপজেলা পরিষদের হল রুমে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।