শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে ছাত্রলীগের আনন্দ মিছিল
রোমান আহম্মেদ, (শরীয়তপুর) :
শরীয়তপুর জেলায় শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি'র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নড়িয়া-সখিপুরে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। বুধবার সকাল ১০ টায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুর এ আলম আশিকের নেতৃত্বে নড়িয়া শহরে আনন্দ মিছিল বের করা হয়। এতে অংশগ্রহণ করেন, নড়িয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপ্লব, কলেজের আহবায়ক ইমরান খালাসী। অপরদিকে সখিপুরে থানা ছাত্রলীগের সভাপতি সোমেল সরদার ও ইমরান বেপারীর নেতৃত্বেও আনন্দ মিছিল বের করা হয়। এতে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এরআ গে নড়িয়া বাজার গোলচত্ত্বরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এদেশে শিক্ষার মান উন্নয়ন হয়, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়। আর জননেতা একেএম এনামুল হক শামীম এমপি শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী হয়েছেন বলেই শরীয়তপুরের ব্যাপক উন্নয়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন হয়েছে। এজন্য আমরা শরীয়তপুরবাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা এনামুল হক শামীম মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মিছিল শেষে নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেন।