১৫ মাদকসেবীকে আটক করেছে র্যাব
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরে মাদকসেবনের অভিযোগে ১৫ জনকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার রাতে শহরের দিঘাপতিয়া পিএম উচ্চ বিদ্যালয় মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. সানরিয়া চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গবলবার রাতে মাদক বিরোধী অভিযান চালানোর সময় শহরের দিঘাপতিয়া পিএম উচ্চ বিদ্যালয় মাঠ এলাকা এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরে আটককৃতদের সদর হাসপাতালে নিয়ে তাদের প্রাথমিক চিকিৎসা করানো হলে চিকিৎসাপত্র অনুযায়ী সকলেই মাদকাসক্ত ছিল।
পরে তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মামলা রুজু করা হয়।
আটককৃতরা হলো- মোঃ বাবু (৩৭), শ্রী কনক চন্দ্র দাস (৩০), শ্রী প্রদীপ দাস (৩৫), মোঃ আরিফ (২৪), মোঃ আব্দুল মতিন (৪৫), শ্রী দিপক চন্দ্র সরকার (২৮), মোঃ লিটন (২৫), মোঃ আজিম ফকির (৩৬), মোঃ রাব্বি (২৫), মোঃ আরিফুল ইসলাম (২৫), মোঃ মিঠু আলী (২৪), শেখ দুলাল ইসলাম (৩২), মোঃ মামুন (২২), মোঃ জনি হোসেন (২৮) এবং মোঃ মোয়াজ্জেম (২৩)। আটককৃতরা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা।