ধোবাউড়ায় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফয়সাল আহম্মেদ, (ধোবাউড়া) :
ময়মনসিংহের ধোবাউড়ায় জাতীয় শ্রমিক লীগের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রমিক লীগ নেতাকর্মীদের নিয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক লীগ ধোবাউড়া উপজেলা শাখার আহ্বায়ক জালাল উদ্দিন সোহাগের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধ মোজাম্মেল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সায়েদুল ইসলাম তুলা, সদর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আলী আকবর, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম খান বিপ্লব, বরকত উসমান, শ্রমিক নেতা জামাল উদ্দিন, যুবলীগ নেতা আনোয়ারুল ইসলাম ইকবাল, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এবি সিদ্দিক প্রমুখ।