শিরোনাম

South east bank ad

ফুলবাড়িয়ায় ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেলেন যারা

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :

আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেয়েছেন যারা, তারা হলেন ১নং নাওগাও মো: আব্দুর রাজ্জাক (বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি), ২নং পুটিজানা ময়েজ উদ্দিন তরফদার (বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি), ৩নং কুশমাইল (বর্তমান চেয়ারম্যান ও আ’লীগ নেতা), ৪নং বালিয়ান হাজেরা খাতুন (আওয়ামীলীগ নেত্রী), ৫নং দেওখোলা আলহাজ¦ তাজুল ইসলাম বাবলু (বর্তমান জেলা পরিষদ সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান), ৬নং ফুলবাড়িয়া মো. আতাহার আলী (মৎস্যজীবিলীগ নেতা), ৭নং বাকতা মো: নাজমুল হক (সোহেল) (ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক), ৮নং রাঙ্গামাটিয়া মির্জা কামরুজ্জামান দুলাল (ইউনিয়ন আ’লীগের সভাপতি), ৯নং এনায়েতপুর মো. বুলবুল হোসেন (ইউনিয়ন আ’লীগের সভাপতি), ১০নং কালাদহ মো. ইমান আলী মাস্টার (ইউনিয়ন আ’লীগের সভাপতি), ১১নং রাধাকানাই মো. গোলাম কিবরিয়া তরফদার (বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের কোষাধ্যক্ষ), ১২নং আছিম পাটুলি এসএম সাইফুজ্জামান (বর্তমান চেয়ারম্যান ও আ’লীগ নেতা), ১৩নং ভবানীপুর মো. জবান আলী সরকার (সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা)। মনোনয়ন প্রাপ্তদের মধ্যে নতুন মুখ ই বেশি। নতুন ও পুরাতনদের সমন্বয়ে আগামী ১১ নভেম্বর পর্যন্ত প্রকৃত নৌকার মাঝির জন্য অপেক্ষা করতে হবে। সামনের এদিনগুলো কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে প্রার্থীদের।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: