সবার আগে বাংলাদেশকে করোনার ভ্যাকসিন দেওয়া হবে: ভারতের সহকারী হাই কমিশনার
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি বলেছেন, ভারতে করোনা সংক্রমণ একেবারে নির্মূল হয়নি। তবে নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই ভারত সবার আগে বাংলাদেশকে করোনার ভ্যাকসিন দেবে।’
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে বগুড়ার শেরপুরে পৌরশহরের ঘোষপাড়াস্থ টাউন বারোয়ারী রাধা গোবিন্দ মন্দির ও শারদীয় দুর্গা পূজামন্ডপ পরিদর্শন শেষে মন্দির প্রাঙণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ মন্দির নির্মাণে সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়ে ভারতীয় সহকারী হাই কমিশনার আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার উৎসব সবার। এখানে এটি বিরাজমান। তাই হিন্দু-মুসলিম সবাই একসঙ্গে আনন্দ উৎসবে মেতে উঠেন। যার যে ধর্ম তা নির্বিঘ্নে পালন করেন এতে কারো কিছুই বলার নেই। যার নজির বর্তমানে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা চলছে। এরপরেই মুসলিম সম্প্রদায়ের ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে। সম্প্রীতির এই বন্ধন অব্যাহত থাকবে-এমন আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।
উপজেলা পূজা উদযাপন পরিষদ ও অত্র মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক আব্দুল্লাহ আল মামুন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম, জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুর রহমান, বগুড়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দেব, সাবেক সাধারণ সম্পাদক অমৃত লাল সাহা, শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, রাধা গোবিন্দ মন্দির কমিটির নেতা ডা. অরুনাংশু ম-ল, শ্যামল বসাক, প্রদীপ সাহা, ভোলা নাথ তাম্বুলী, পলাশ দত্ত, রঞ্জন চক্রবর্তী, বৈদ্যনাথ রায় প্রমূখ বক্তব্য রাখেন।
এদিকে অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি ও আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন রাধা গোবিন্দ মন্দির পরিচালনা কমিটির নেতারা। সভা শেষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দরিদ্র নারীদের মাঝে নতুন শাড়ি কাপড় বিতরণ করেন এই ভারতীয় সহকারী হাই কমিশনার।