প্রিমিয়ার ব্যাংকের ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন অনুষ্ঠিত
দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন-২০২১ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ডা. এইচবিএম ইকবাল। ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী, এমডি ও সিইও এম রিয়াজুল করিমসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ২০২১ সালের বৃদ্ধি ও উন্নয়ন উপলক্ষে ব্যাংকের শাখা পরিচালক ও জোনাল হেডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, সাফল্যের এ প্রবণতা ২০২১ সালের দ্বিতীয় অর্ধবছরে ব্যাংকিং খাতে নিজেদের অবস্থান আরও সমৃদ্ধ করবে।