অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান
আমিনুল ইসলাম জুয়েল, (রংপুর) :
রংপুরের মিঠাপুকুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় উত্তোলনকারীরা পালিয়ে গেলেও জব্দ করা হয় মেশিন ও পাইপ।
সোমবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার মোলংহাট পাড়ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। এ সময় পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন থেকে একটি চক্র বালু উত্তোলন করে আসছিল। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।
এসময় বালু উত্তোলনের মেশিন ও পাইপ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য এক লাখ টাকা। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান।