রাজশাহীতে ইয়াবাসহ গ্রেফতার- ১
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহীতে ২৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (০৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন আলুপট্টি থেকে তাকে গ্রেফতার করা হয়।রবিবার (১০ অক্টোবর) বিকালে নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামী হলেন- রাজশাহীর বোয়ালিয়া মডেল থানাধীন আলুপট্টি গ্রামের মৃত সবল সরমার ছেলে বিপ্লব কুমার সরমা পাপ্পা(৩৩)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, শনিবার সন্ধ্যায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শকমো. মশিয়ার রহমান, এসআই এ.এস.এম. সাইদুজ্জামান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বোয়ালিয়া মডেল থানার আলুপট্টি এলাকায় এক ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে।উক্ত সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বোয়ালিয়া মডেল থানার আলুপট্টি এলাকা হতে আসামী বিপ্লব কুমার সরমা পাপ্পাকে গ্রেফতার করে। এসময় আসামীর কাছ থেকে ২৯৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে ।