শিরোনাম

South east bank ad

দুর্গা পুজায় মালেশিয়ায় পৌরহিত্য করেছেন বাংলাদেশী তরুন পুরোহিত

 প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন, (গোপালগঞ্জ) :

মালয়েশিয়া বেঙ্গলী অ্যাসোসিয়েশন (এমবিএ) এ বছর ও দুর্গাপুজায় প্রধান পৌরহিত্য করেছেন, বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ভাকুড়ী গ্রামের কৃতি সন্তান তরুন পুরোহিত সুব্রত চক্রবর্ত্তী। জন্মগত ভাবেই সম্ভ্রান্ত ব্রাহ্মণ পন্ডিত পরিবারে তার জন্ম। তার পিতা শিব প্রসাদ চক্রবর্তী ছিলেন শাস্ত্র জ্ঞানী ও পন্ডিত ব্রাহ্মণ এবং বাংলাদেশের একজন বিশিষ্ট স্বনামধন্য কন্ঠশিল্পি। তিনি রেখে গেছেন অগনিত ভক্তও শিষ্য। তার এই অনবদ্য অর্জনে মুকসুদপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

সুব্রত চক্রবর্ত্তী জানান, মালোয়শিয়াতে বিভিন্ন যায়গায় পুজা পাঠ করে মনোরঞ্জন করেছেন অগনিত বাঙ্গালী ভক্তদের মন । এ বৎসর ও মালোশিয়ায় বেঙ্গলী অ্যাসোসিয়েশন সুব্রত চক্রবর্ত্তীর পুজা পাঠে মুগ্ধ হয়ে তাকে প্রধান পৌরহিত্য দাহিত্ব দিয়েছেন। দেবি এবার ঘোটকে আগমন করে শ্রী শ্রী শারদীয়া দূর্গপুজা ১১ অক্টোবর সোমবার ষষ্ঠী বোধন আমন্ত্রন অধিবাস এর মধ্যে দিয়ে পুজা শুরু হয়ে ১৫ অক্টোবর শুক্রবার বিজয়া দশমির মধ্যে দিয়ে পুজা সুসম্পন্য হয়ে দেবি দোলায় গমন করবেন ।

সকল তরুন পুরোহিতদের উদ্দেশ্যে সুব্রত বলেন, পুজাকে পেশা করার আগে একাগ্র নিষ্ঠা ও ভক্তি থাকা জররী। আমি একাগ্র নিষ্ঠ ও ভক্তি ও সাধনার মাধ্যমে সকল ভক্তদের মন জয় করতে পেরেছি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: