ত্রিশালে মাদরাসা আইসিটি শিক্ষক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যালী ও আলোচনা
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :
‘আইসিটি বিষয়ে জানবো এবং দক্ষতা অর্জন করবো’ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে মাদরাসা আইসিটি শিক্ষক ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে নবাগত ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামানকে বরণ করে নেওয়া হয়।
রোববার দুপুরে মাদরাসা আইসিটি শিক্ষক ফোরাম ত্রিশালের আয়োজনে ত্রিশাল আব্বাছিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে প্রথম বর্ষপূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে প্রথম বর্ষপূর্তিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা মাদ্রাসা মাঠ থেকে শুরু পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে আলোচনা সভায় আইসিটি শিক্ষক ফোরাম ত্রিশালের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
আইসিটি শিক্ষক ফোরাম ত্রিশালের সাধারন সম্পাদক মনির হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ঝিল্লুর রহমান আনম, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার, ত্রিশাল আব্বাছিয়া ফাজিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফজলুল হক, চকরামপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ওসমান গণি, ঝাইয়ারপার ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, আউলিয়া নগর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাবিবুর রহমান, বইলর কানহর আলিম মাদরাসার অধ্যক্ষ নাজমুল হক, কোনাবাড়অ ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসেন, নওপাড়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুর রহমান, বাগাদারিয়া দাখিল মাদারাসার সুপার মাওলানা সুলাইমান হোসেন প্রমূখ।
আলোচনা শেষে মাদ্রাসা আইসিটি শিক্ষক ফোরাম ত্রিশালের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামানকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।