পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক/কর্মচারীদের গৃহনির্মাণ ঋণ প্রদান সংক্রান্ত নীতিমালার আওতায় সোনালী ব্যাংক
০৭ অক্টোবর, ২০২১ :
পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক/কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহনির্মাণ ঋণ প্রদান সংক্রান্ত নীতিমালার আওতায় সোনালী ব্যাংক লিমিটেড এর গণভবন শাখা, ঢাকা এর সম্মানিত গ্রাহক প্রফেসর ডঃ মোঃ নজরুল ইসলাম, ট্রেজারার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় , এর অনুকূলে গৃহ নির্মাণ ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ ইদ্রিছ, জেনারেল ম্যানেজার’স অফিস, ঢাকা-২ এর জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ আমিনুল ইসলাম, প্রিন্সিপাল অফিস, ঢাকা ওয়েস্ট এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান, শাখা প্রধান এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সাঈদা তাসমীন খানম এবং সোনালী ব্যাংক লিমিটেড, গণভবন শাখা, ঢাকা এর সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।