সাত কলেজের অনার্স ও মাস্টার্স ফাইনাল পরীক্ষা ডিসেম্বরে
মো: ফেরদৌস রহমান, (স্টাফ রিপোর্টাস):
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক (অনার্স) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ২০২০ সালের চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ পর্ব ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ২০১৯ সালের চূড়ান্ত পরীক্ষা চলতি বছরের ( ২০২১) ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। এই বর্ষগুলোর ইনকোর্স, টেস্ট পরীক্ষাসহ ইন্টারনাল সব পরীক্ষা নভেম্বরের মধ্যে নেওয়ার জন্য কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার ( ৯ অক্টোবর) , বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন, সাত কলেজের শিক্ষা কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।
তিনি বলেন, "এখন আর এক বর্ষের সঙ্গে অন্য বর্ষের মিলানোর সুযোগ নেই। এক বর্ষের পরীক্ষার পর ফলাফল প্রকাশ হওয়া পর্যন্ত অন্য বর্ষের পরীক্ষা আটকে রাখার সুযোগ নেই। এজন্য আমরা ডিসেম্বরে অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স ফাইনাল বর্ষের পরীক্ষা নিয়ে নিবো।"
ডিসেম্বরে কলেজগুলোতে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হলে পরীক্ষা নিতে কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, 'সকাল বেলা এইচএসসি পরীক্ষা হলে বিকেল বেলা অনার্স, মাস্টার্সের পরীক্ষা নেওয়া যাবে। এইচএসসির জন্য পরীক্ষা নিতে কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি।'
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনা'র ক্ষতি পুষিয়ে নিতে ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসা সেশনগুলোর সেশনজট কমাতে আটমাসে সেশন শেষ করার পরিকল্পনা থেকেই এমন উদ্যোগ নিয়েছে সাত কলেজ প্রশাসন। এরইমধ্যে কলেজগুলোতে এই বর্ষগুলোর ইনকোর্স ও টেস্ট পরীক্ষা গ্রহণ শুরু হয়েছে।