গৌরীপুরে ধর্ষণের ঘটনায় কিশোরী ৯ মাসের অন্তঃসত্ত্বা
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
রান্নার কাজের কথা বলে বাসায় ডেকে নিয়ে ১৫ বছরের এক স্থানীয় কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে জনৈক আল আমিন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। প্রায় ৯ মাস আগে এ ধর্ষণের ঘটনাটি ঘটলেও ওই কিশোরী তা গোপন রাখে। অবশেষে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনাটি জানাজানি হয়।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর এলাকায় এ ধর্ষণের ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই কিশোরীর ভাই ধর্ষণের অভিযোগে আল আমিনের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা করেছেন। ধর্ষক আল আমিন নেত্রকোণা জেলার বারহাট্রার উপজেলার বাসিন্দা। সে উল্লেখিত চরশ্রীরামপুর এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে প্রায় ৮ বছর ধরে বসবাস করে আসছে।
মামলা সূত্রে জানা গেছে, গত জানুয়ারী মাসে আল আমিনের স্ত্রী তার বাবার বাড়িতে বেড়াতে যান। এসময় রান্না করার জন্য ওই কিশোরীকে বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আল আমিন। ধর্ষণ শেষে ওই কিশোরীকে ঘটনাটি গোপন রাখার জন্য হুমকী দেয় আমিন। এরপর ঘটনাটি কাউকে কোন কিছু না বলে গোপন রাখে ওই কিশোরী।
এদিকে কিশোরীর শারীরিক পরিবর্তন হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে ধর্ষণের ঘটনাটি পরিবারের লোকজনের কাছে প্রকাশ করে। গত ২ অক্টোবর হাসপাতালে গিয়ে পরীক্ষা করালে কিশোরীটি ৯ মাসের অন্তঃসত্ত্বা বলে জানতে পারেন কিশোরীর পরিবারের লোকজন। পরে ৭ অক্টোবর এ ঘটনায় আল আমিনের বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা করেন কিশোরীর বড় ভাই।
এ ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার খান আব্দুল হালিম সিদ্দিকী সাংবাদিকদের জানান, আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।