শিরোনাম

South east bank ad

পাথরঘাটায় দাদনের টাকা চাওয়ায় জেলেকে ছুরিকাঘাত

 প্রকাশ: ০৮ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

বরগুনার পাথরঘাটা উপজেলায় দাদনের টাকা চাইতে গিয়ে ফাইজুল নামের এক জেলে ছুরিকাঘাতের শিকার হয়েছেন।

এতে ওই জেলেকে গুরুতর আহতাবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

আহত ফাইজুল পাথরঘাটা উপজেলার বড় টেংরা এলাকার ইসমাইল হোসেনের ছেলে। ঘটনার পরপরই ফাইজুলকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছেন আঃ হক নামে আরও এক ব্যক্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় টেংরা বন বিভাগের অফিসের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- বড় টেংরা এলাকার মোস্তাফা এবং মোস্তফার বাবা আঃ খালেক।

ছুরিকাহত ফাইজুল জানান- আঃ খালেকের ট্রলারে মাছ ধরেন তার ছোটভাই ফেরদৌস। এজন্য ফেরদৌসকে ৪ হাজার ৫শ' টাকা দাদন দেওয়ার কথা।

কিন্তু ইলিশ মৌসুম শেষ হলেও দাদনের ৫শ' টাকা এখনও পরিশোধ করেনি খালেক। এছাড়াও ট্রলারে মাছ ধরার পর যে টাকা আয় হয়েছে তাতেও কম দেওয়া হয়েছে ফেরদৌসকে।

ফাইজুল ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন- গতকাল সন্ধ্যায় দাদনের টাকা পরিশোধ না করার পাশাপাশি ট্রলার থেকে আয় হওয়া টাকা কম দেওয়ার কারণ জানতে চাইলে আ. খালেকের সঙ্গে আমার বাকবিতণ্ডা হয়। এসময় খালেক তার ছেলে মোস্তফাকে ফোন করে ডেকে আনলে মোস্তফা এসেই আমাকে ছুরিকাঘাত করে।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার বলেন- ঘটনাটি আমরা ইতোপূর্বেই অবগত হয়েছি। পুলিশের তরফ থেকে এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের অভিযান শুরু হয়েছে।

তবে এখন পর্যন্ত কেউ মামলা করেননি। মামলা হলে আইনানুগ প্রক্রিয়ায় ব্যবস্থা করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: