শিরোনাম

South east bank ad

শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহে চিত্রাংকনে তিন শিশুর সাফল্য

 প্রকাশ: ০৮ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

"শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি" এমন প্রতিপাদ্যকে সফল করতে শিশুদের জন্য রং, পেন্সিল বিনিয়োগের মাধ্যমে শিশুদের সাফল্য অর্জন করতে সহযোগিতা করছেন উৎসাহ প্রদানকারী অভিভাবকরা।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে নানা ধরনের আয়োজনের মধ্যে শুক্রবার সকাল ৯ টায় জেলা শিল্পকলা একাডেমিতে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ)'র আয়োজনে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

"আমরা শিশুরা কেমন আছি; করোনাকালীন সময়ে শিশু অধিকার পরিস্থিতি, শিক্ষা এবং বাল্যবিবাহ শীর্ষক" এ চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বরগুনা জিলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র আকিব হোসেন রাফি, দ্বিতীয় স্থান অধিকার করেছে একই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র আলিফ জাহান ও তৃতীয় স্থান অধিকার করেছে বরগুনা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী মোসাঃ তাছলুফা।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এস,এম, রফিকুল ইসলাম ও সিবিডিপির নির্বাহী পরিচালক সাংবাদিক জাকির হোসেন মিরাজ প্রতিযোগীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা এনসিটিএফ এর সভাপতি রাইমু জামান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: